দান করে আমি চাই না কভু পেতে এর প্রতিদান
মান করে তেমনি চাই না দিতে অন্যকে অভিমান।।
আপনা রাগ দেখিয়ে ভাঙ্গাতে চাই না অন্যের অনুরাগ
তাপদাহে দগ্ধ আমি চাই না দিতে অন্যকে অনুতাপ
অন্যের সাজানো বাগান কেড়ে, গড়বো না আপন বাগান।।
আপন হাসির তরে অন্যকে আর করবো না উপহাস
স্বীয় সুখের আবাস গড়তে, পরকে রাখবো না উপবাস
আত্মসম্মান বাঁচাবার তরে, অপরকে আর নয় অপমান।।
নিজে অধিক আদরের লোভে অন্যকে নয় আর অনাদর
অন্যের নজর কেড়ে নিয়ে চাইনা পেতে কারো সুনজর
পরের যান ছিনিয়ে নিয়ে, চাই না করতে বিজয় অভিযান।।