ভিসার মেয়াদ শেষ হয়েছে. টিকেট পেলাম হাতে
এখন ফেরার সময় আমার, আপন আদিম গাঁ তে।।
আসার সময় চাইনি আসতে অজান অচিন দেশে,
সকাল-সাঁঝে নয়নজলে কপোল যেত ভেসে।
ছেড়ে আসতে আপনজনে
বইতো ব্যথা গোপন কোণে
হায়! চাইনি কারো বদনপানে, কইনি কথা হেসে,
পাছে মায়ার বাঁধায় জড়িয়ে পড়ে হারি অবশেষে!
তবু ছিঁড়তে হলো সকল বাঁধন
লুকিয়ে মনের অবুঝ কাঁদন
অনাগত সুখের আশায় – পাড়ি দিলাম বিজন রাতে।।
(তাই) রোদন দিয়ে শুরু হলো নতুন দেশের চলা,
(তবু) আস্তে-ধীরে মানিয়ে নিলাম করে ছলাকলা।
(শেষে) মিশে গেলাম সুখ-স্রোতে
ভুলে গেলাম এক পরতে
বুকের যত কষ্ট ছিল, মনের যত কথা না-বলা,
ঝাপসা হয়ে এলো আমার স্মৃতি জোনাক-জ্বলা।
নতুন দেশের নতুন ধারায়
বুঝিনি মন কখন হারায়
কেবা অতীত কেবা পতিত কী আসে যায় তাতে!
ভুলেই ছিলাম কোথা আমার আপন ঠিকানা,
আজ হঠাৎ করে বুঝে গেলাম আমি যে কী কানা!
আপন দেশের এসেছে ডাক
হর্ষে কোথা টুঁটিবে বাক
অবাক ব্যাপার! সুখের কোথা নাই কোন নিশানা,
চাইনা যেতে এদেশে ছেড়ে - এ সাধের বিছানা।
মরেছি পরদেশের মায়ায়
মিশে গেছি মন ও কায়ায়
রয়ে যেতে মায়ার দেশে, চেষ্টা চালাই অযুত হাতে?
মানুষ বুঝি এমন প্রাণী, যেখানেই যায় - যায় জড়িয়ে,
আসতে গেলে কেঁদে সারা, যেতেও কান্নায় হয় মরিয়ে।
মিছে মায়ায় হারিয়ে গিয়ে
মিছে সুখের গরল পিয়ে
এ মানুষই নকল সুখের সোনা-রশ্মি যায় ছড়িয়ে,
মনে মনে নকল সুখের সোনার বালা দেয় পড়িয়ে।
যতই মায়ার লাগুক দোলা
যতই কষ্টের আসুক গোলা
ফিরে যেতে হয় তাহাকে আপন দেশে শূন্য হাতে।।
সিডনি, অস্ট্রেলিয়া
২৬ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি., দুপুর ২.৩৭টা