আমাদের একটি নক্ষত্র ছিল
অতিকায়, প্রচন্ড তেজোদীপ্ত
আমরা চারটি গ্রহ তার চারপাশে নিশ্চিন্তমনে ঘুরতাম
একটি বিশালকায় কৃষ্ণগর্ত
সেই নক্ষত্রটিকে টেনে নিল নিজ উদরে।
নক্ষত্রটির অকালমৃত্যু হলো।
আশ্চর্যের বিষয় সে নক্ষত্রটিকে ঘিরে থাকা
গ্রহগুলোর মৃত্যু হলো না!
অনতিদূরে অবস্থানকারী অন্য একটি ক্ষুদ্র নক্ষত্র
প্রবল বেগে নিজের কক্ষপথে টেনে নিল তাদেরকে!
কৃষ্ণগহবরের সাথে অসমান লড়াইয়ে জিতে গেল
এক বামন নক্ষত্র!
এতিম চারটি গ্রহকে সাথে নিয়ে এ বামন তারা
গড়ে তোলে এক নতুন সৌরজগত।
আমার মা এ জগতের উজ্জ্বল সূর্য
যার চারপাশে নির্ভয়ে নিশ্চিন্তে ঘুরছি আমরা চারটি গ্রহ
হাওয়া, রফিক, কাজল ও ছোটন।
এ সূর্যের যেন কভু অকাল মৃত্যু না হয়॥