এমন যদি হতো
বাঙ্গালীরা ভদ্র বেজায়
জাপানিদের মতো।
হাসিমুখে বলত কথা
নম্র হতো যথাতথা
পরিচ্ছন্ন থাকবে সদা
এটাই সবার ব্রত।
এমন হবে কবে?
বাঙালিরা সৎ উপায়ে
ব্যবসায় করবে সবে।
দুধ কভু মিশবে না জলে
ফরমালিনও নয় আর ফলে
জেলি দিয়ে চিংড়ি মাছ আর
রপ্তানি না হবে।
এমন হবে কি?
ছাত্ররা আর রবে না কেউ
আমড়া কাঠের ঢেঁকি।
কিশোর গ্যাংগের নেই রটনা
ইভটিজিং কোন দূর ঘটনা
ছাত্র শিক্ষক বন্ধু সবাই
সত্য, নয় মেকি।
এমন হতে পারে?
এক নিশিতেই সকল মানুষ
সুখের ঝরণা পাড়ে!
নেই কোথাও মারামারি
হিংসার সাথে সবার আড়ি
প্রেম প্রীতি ভালোবাসা
সকলের মন কাড়ে।
এমন যদি হতো
এই পৃথিবীর সকল জাতি
একটি হয়ে যেত!
দলাদলি যুদ্ধ যেত থেমে
এক মানুষে মত্ত অন্যের প্রেমে
স্রষ্টার দেওয়া সেই পৃথিবী
সবাই ফিরে পেত।