সবার ঘরে থাকে কি খাবার
ক্ষুধার্ত পেট ভরিবার?
সবার কি আর থাকে নূতন জামা
উৎসবদিনে পরিবার?
ক’জনার শক্তি রয়েছে বলো
চন্দ্রিমাকে ধরিবার?
থাকে কি সবার বিপুল বিত্ত
প্রেমিকার মন হরিবার?
থাকে কি সবার নসীব-লিখন
প্রিয় মুখটি স্মরিবার?
সবার কি আর থাকে ক্ষমতা
সবকিছু করিবার?
কক্ষ নং – ৩২৪, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৩/০৫/২০০১, রাত: ১০টা ৩৫ মিনিট