ফেনীর মানুষ যতন করে, ফেনী রে কয় হেনী।
পানি রে কয় হানি, ও ভাই সেটাও আমি জানি।
'আন্ডা, আন্ডা' বলে শুধু, 'আন্ডা' তো নয় ডিম।
'আন্ডা' মানে 'আমরা', শুনে চমকে ওঠে 'মীম'।
নোয়াখাইল্যা ভাষা সে যে, নোয়া নোয়া কথা।
বুঝি আমি- সবই বুঝি, বলতে ঘোরে মাথা।

অনেক জায়গা ঘুরে এলাম, অবশেষে ফেনী।
জীবন নদীর অনেক সওদা, করবো বিকিকিনি।
বিএড, বিয়ে সবই হবে, হলেই ক্ষতি কী!
আন্ডা; তোন্ডা, কন্ডে; এন্ডে, শিখে ফেলেছি।
এমুই; ওমুই, আইয়েন; বইয়েন, শুনতে ভালোই লাগে।
ভাষার প্রসার উপভাষায়, বুঝি নি তো আগে।

ভালো লাগে ফেনী শহর, ফেনীর মানুষ ভালো।
ফেনীর মানুষ কথায় কথায়, জাগায় আশার আলো।
ভাষাটাকে আপন করছি, দিন বদলের তালে।
আপন লাগে ফেনী শহর, বন্ধু-বান্ধব মিলে।
জীবনটা ভাই এমন কেনো, কে দেবে ভাই বলে?
যেখানেই যাই মায়ার বাধন, ফেলে মায়ার জালে।

বাংলা ভাষার উপভাষা, আরও অনেক আছে।
চিটাগাইঙ্গা; বরিশাইল্যা, নানা রকম ধাঁচে।
সবই আমার গর্ব ও ভাই, ভাষার বিচিত্রতা।
শিখিয়েছে বাংলা আমায়, আমার প্রিয় মাতা।

বাংলায় আমি কথা বলি, বাংলায় গাই গান।
বাংলা ভাষার উপভাষায়, জুড়ায় আমার প্রাণ।
তাই তো আমি বাংলাদেশের, জেলায় জেলায় ঘুরি।
বাংলা ভাষার উপভাষায়, জ্ঞান অর্জন করি।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০২/৩/২০০৭
ফেনী টি টি সি।