অন্তরেতে না থাকলে সুর, যন্ত্র সুরে হবে কী!
যন্ত্র দিয়ে যায় কি দেয়া, সুরের জগত কে ফাঁকি?
নীতির প্রশ্নে বাদ পড়ে যে, মান পেয়ে যায় সে বাটপাড়!
যন্ত্র যদি মন্ত্র পড়ে, হুজুর/বৌদ্ধ কী দরকার?
যন্ত্র বাজা- বাবা খাজা, বলবি সাথে- 'সব আ'যা!'
নৈতিকতা নাই বা থাকুক, চালিয়ে যা তেল মাজা!
তেল মাজিলে সবটা পেলে, শ্রমটা দিয়ে নেয় কে কম?
শ্রমজীবী আয়রে হ'বি, তেল মাজাদের মৃত্যুযম!
তেলে জলে মিলে না রে, তেলটা নিয়ে জলটা দে।
তা না হলে জল শুষে নে, তেলের ড্রাম খুলে দে!
তেলে-তেলে তেলময় হোক, জল চলে যাক অনেক দূর।
তেলা-পথে হোঁচট খেয়ে, পবিত্র হোক অন্তপুর।
বুঝবি যেদিন শ্রমের দামটা, তেলের দামের চে বেশি।
বলবো সেদিন, 'আয়রে প্রিয়' গলায় গলায় আজ মিশি।
অন্তরেতে বাজা রে সুর, যন্ত্র সুরটা সহায় হোক।
হৃদয় ভরা সুর না হলে, হয় না যে ভাই আসল 'ফোক'।
আসল 'ফোক' এ মেকি ঝোঁকে, 'নকল' দেখায় জটিল 'ফান'!
কন্ঠশিল্পীর কন্ঠ বিনে, উঠে না যে সুরের তান!
®
১৭/৭/২০১৮;
দীঘিনালা, খাগড়াছড়ি।