কষ্টে ভরা এই ধরাতে, থাকতে চাই না আমি!
শূন্যলোকে ঠাঁই দাও আমায়, ওগো অন্তর্যামী।
যেথায় আছে সুখের ছোঁয়া, শান্তিতে ভরপুর।
নিয়ে যাও না সেথায় আমায়, বাজুক করুন সুর!
সেটি হবে এমন ধরা, নেইকো যেথায় দুঃখ-জ্বরা,
নেইকো সেথায় কোনো খরা, (সব) সবুজ ও শালীন।
প্রভু,
নিয়ে যাও না আমায় সেথায়, দুঃখ হয় যদি বিলীন।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০২/১০/২০০৩
শুলক বহর, চট্টগ্রাম।