ভালো লাগে শব্দ নিয়ে করতে খেলা তাই।
শব্দের সাথে শব্দ গেঁথে, শব্দমালা বানাই।
বর্ণের সাথে বর্ণ টেনে, ছন্দ; তাল-লয়ে।
মাত্রার সাথে মাত্রা মেনে, যাচ্ছি কথা কয়ে।
যাচ্ছি বলে আপন মনে, নাই বা শুনুক কেউ।
চাই থামাতে আমার মনের, হাজার কথার ঢেউ।
বলার থাকে অনেক কিছু, যায় না সবই বলা।
বলতে গেলেও হয় জানিতে, বলার ছলা-কলা।
ধীর; মধ্য আর দ্রুত লয়, খুঁজি বলতে গেলে।
'কাহারবা' না 'দাদরা' সে তাল, কোনটা যে কোন তালে!
'অস্থায়ী' তে শুরু করি, 'আভোগ' দিয়ে শেষ।
'অন্তরা' আর 'সঞ্চারী'তে, শব্দ সমাবেশ।
মনের মাঝে করে কত, ভাবনা বিচরণ।
ভাবনা সেসব ছন্দ তালে, হচ্ছে প্রস্ফুটন।
যাচ্ছে থেকে কিছু কথা, মনের গহীন কোণে।
পাই না ভেবে; সেসব কথা, যায় বলা কার সনে!
কে বুঝিবে ওসব কথার, আসল মর্মবাণী!
শংকা জাগে কে বা করে, কথার টানাটানি!
টানাটানি; কানাকানি, হানাহানির ভয়ে।
যায় না বলা অনেক কথা, সব যেতে হয় সয়ে।
ভাবছো হয়তো কথা বলা, অতি সহজ কাজ!
বললে কথা না বুঝে; তার, মাথায় পড়ে বাজ!
তারপরও ভাই যাচ্ছি বলে, বলাই আমার সখ।
সব না হলেও কিছু কথা, করতে চাই 'আনলক'।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
৩০/৫/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।