জেনো কিন্তু ‘আমি' অত, অবহেলার নই!
এমন করে কেনো 'তুমি', কথা বলো সঁই?
তোমায় মূল্য দেই বলে তাই, ভাবো ছোটো অতি।
তাতেও জেনো; হয় না আমার, বড় কোনো ক্ষতি।
মানবতার মূল্য বুঝি, হয়ত এটাই দোষ!
নেই তো আমার কারো সাথে, তেমন অনল রোষ!
নেই তো কোনো ঠেলাঠেলি, নেই তো রেষারেষি।
নিজের কাজে ব্যস্ত থাকি, সবার সাথেই মিশি।
সবার ভালো চাই যে আমি, সবাই সুখে থাক।
পরের যাত্রা ভাঙবো কেনো, কেটে নিজের নাক?
মিলেমিশে চলবো মোরা, সবাই সুখী হবো।
ইতিবাচক ভাববো সবে, যাত্রা সবার শুভ।
সহজ-সরল; সোজা জীবন, সাদা স্বপ্ন আঁকি।
ভাবি না তো কোনো সময়, 'কাউকে দেবো ফাঁকি'।
'অবহেলা' তারাই পাবে, যারা ফাঁকিবাজ।
সম্মানটা কাকে দেবে? ভেবে দেখো আজ।
মনটা যাদের অনেক কালো, বাইরে রঙ্গীন সাজ।
ঠকবাজিতে তারাই বড়, নেইকো নিজের কাজ!
ও হো সরি; আছে রে ভাই, তাদেরই কাজ বেশি!
অন্যের ক্ষতির ভাবনায় তারা, ব্যস্ত দিবানিশি।
মানব সেবাই 'মানবধর্ম', তোমায় মানব জানি।
তাই ভেবো না তোমায় আমি, স্পেশালি মানি!
করো না আর অবহেলা, আমায় অহর্নিশি।
ঠক; ফাঁকিবাজ তাদের চেয়ে, মূল্য দেবে বেশি।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০৫/০১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।