এই নেবো না সেই নেবো না লাভ কী বলো তাতে?
বুদ্ধি করে নাও না তুলে যা পাচ্ছ তা হাতে।
কুতুব বেশি হইলে পরে হয় না কোনো ফল।
পেটে ক্ষুধা রেখে ঢালো বাড়া ভাতে জল!
নানা কথার ফুলঝুড়িতে কেউ আছে বেশ সুখে।
কারো আশা কোনদিক হতে কোনটা পড়ে মুখে!
'চলতি' দিয়ে পলটি খাবে কেনো এমন ভাবো?
প্রয়োজনে আমরা সবাই আবার ঢাকা যাবো।
'চলতি' হলো চালিয়ে নেয়া বোঝার চেষ্টা করো।
চাওয়া পাওয়ার সাথে কেনো এর তুলনা করো!
বৈষম্য দূর আর প্রমোশন ওসব হলো চাওয়া।
কিসের সাথে কী মিলিয়ে বন্ধ নাওয়া খাওয়া!
গুলিয়ে ফেলা স্বভাবটাকে ছাড়ি সবাই আগে।
সময় গেলেও পেতে পারি পৌষ পিঠাটাও মাঘে!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৪ই জানুয়ারি, ২০১৮ খ্রিষ্টাব্দ।
১লা মাঘ, ১৪২৪বঙ্গাব্দ।
দীঘিনালা, খাগড়াছড়ি।