নাট্যশালায়, নাট্যমঞ্চের নাট্যশিল্পী হয়ে,
ভাবছি কি আর; দিন গুলো সব, কেমনে যাচ্ছে বয়ে!
কুল রাখি না শ্যাম রাখি তাই, কুলে-শ্যামে মিলে।
গড়েছি 'এক' চলছি মোরা, 'কুলশ্যাম মিছিলে!'

যা হবার নয় তাই তো করছি, রং তুলির বাহারে!
ন্যায়-নীতিটা ছেড়ে দিয়ে, যাচ্ছি কি আজ দূরে?
উচিত ছেড়ে ভাবছি কি আজ, নিজের সবই ঠিক?
ঠক মুসাফির সমান ভেবে, করছি কি আজ কমিক'স?

সঠিক টাকে সব সময়ই, বলা উচিৎ সঠিক।
কমিক'স ছেড়ে আয়রে ফিরে, চিনি ঠিক বা বেঠিক।
বুঝছি কি আজ- করছি যাহা, হয়ে আত্মহারা?
আমার হতে ডাকটা এলে, কেউ কি দেবে সাড়া?
ঠিক-বেঠিকের ভীরে কি আজ, হলাম দিশেহারা?
কোন সে মায়ায় এই ধরাতে, আমরা পাগলপারা?
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
২০/৩/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।