অতীত নিয়েই ব্যস্ত আমি ভাবছি কত শত
কালের গর্ভে মিশেছে সব স্মৃতির মিনার যত।
সুখ আনন্দ হাসির মাঝে কেটেছে যে দিন।
হাত ছানিতে ডাকে আজও হয় নি সেসব মলিন!
জীবন থেকে চলে যাওয়া, সময় আর না ফিরে।
নিঠুর সময় সব মানুষকে নিঠুর করেই গড়ে!

বার বার আজ পড়ে  মনে, ছোট্ট বেলার কথা।
মনে হাজার প্রশ্ন জাগে, সেদিন গেল কোথা?
মনে পড়ে সেসব কথা, ভোলা যায় না বটে!
মায়ের সাথে মামার বাড়ি, বাবার সাথে হাটে।
আপুর সনে প্রতি ক্ষণে, খেলছি খেলা কত!
একটু আধটু ঝগড়া হলেও, বেশ আনন্দ হতো।
ভাইয়ার সাথে লেখাপড়ায়, মজা ছিলো বেশ।
সেসব স্মৃতি হয় না ইতি, জাগে সুখ আবেশ।
সহপাঠীর সাথে খেলতে, হইতো কত কথা!
সেসব নিয়ে ভরে আছে, জীবন খাতার পাতা।

আনন্দের সব সময়গুলো, যায় চলে খুব দ্রুত।
হঠাৎ করে দমকা ঝড়ে, বিজলী বাতির মতো।
বজ্রপাতের সুরে হাজির, আমার কর্ম কাল।
ভাবনা তবু যায় হারিয়ে, স্মৃতি শৈশব কাল।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৬/০৫/১৯৯৮
রামগড়, খাগড়াছড়ি।