আমার অগভীর ভাবনাগুলো আমি
অগভীর জলেই ছেড়ে দিতে চাই।
তোমরা যারা গভীর থেকে গভীরতর ভাবো
তাদের তরে আমার কিছুই বলার নাই।
আমার নির্মল স্বচ্ছ কথাগুলো আমি
সহজ সরল সোজা করেই বলতে চাই।
তোমরা যারা ঘুরিয়ে ফিরিয়ে কৌশলে বলো তাদের তরেও আমার কিছুই বলার নাই।
আমার ইচ্ছে ও মতামতগুলো আমি
সহজ শব্দ প্রয়োগে প্রকাশ করতে চাই।
তোমরা যারা জটিল শব্দে মতামত প্রকাশ করো
তাদের তরেও আমার কিছুই বলার নাই।
এসবে আমি অবাক হই না কখনই, কারণ
আমি জানি, প্রত্যেকেই সতন্ত্র সত্তার অধিকারী।
তাই ভাবনার গভীরতা, কথা বলার ধরণ,
মত প্রকাশের ভাষা ভিন্ন হবেই।
কিন্তু আমার তখনই অনেক কিছু বলতে মন চায়,
যখন অন্যায়, অযৌক্তিক মত প্রকাশ করতে দেখি,
অশুভ ভাবনা ভাবতে দেখি, কানে ভেসে আসে শত বিশ্রী সংবাদ,
টিভি পত্রিকা ছেয়ে যায় নানা অপকর্মের খবরে।
বলা হয় না অনেক কিছুই আমার।
শুধুই আফসোস করি! একাকী করি হাহাকার!
কোনো এক অলক্ষ, অদৃশ্য শক্তি বাধা দেয় আমাকে।
হয়ত তোমাকেও কিংবা তোমাদেরকেও,
কিন্তু কে থামাবে এসব কুকুরের অশুভ ঘেউ ঘেউ!
এভাবে আর কত সময়, কতদিন, কত বছর যায় চলা!
কখনও কি আসবে না সামষ্টিক অনুভূতি!
আছে দরকার কিছু প্রতিবাদী বলা।
®
[গদ্য ছন্দ]
০৪/৮/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।