এই যে পাহাড়, পাহাড় মাঝে- কত জাতি আছে!
বসবাসের ধরন তাদের, ভিন্ন ভিন্ন ধাঁচে।
ঘরটা কারও অনেক উঁচে, কারো অনেক নিচে।
কেউ বা আবার মাচাং বেঁধে, তার উপরেই আছে।
কোনদিকেতে ঘরটা উচিত, সেটি ভাবা মিছে।
পাহাড়-টিলায় যেমন খাটে, ইচ্ছে থাকে পিছে।

জাতি-উপজাতি মিলে, করছে বসবাস।
মিলেমিশে আছে তারা, স্বপ্নের আবাস।
ভিন্ন তাদের সংস্কৃতি, ভিন্ন সব আঁচার।
ভিন্ন তাদের খাদ্যরীতি, তাগিদ শুধু বাঁচার।

ভিন্ন তাদের চলন-বলন, ভিন্ন তাদের ভাষা।
ভিন্নতাকে মাথায় রেখেই, আঁকে স্বপ্ন-আশা।
ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, গোত্র ভিন্ন তাই-
একবাগানে, ভিন্ন পুষ্প-তুল্য বলতে চাই।

ভিন্ন ধারার মাঝেও কিন্তু, আছে একটা মিল!
এই বাগানে সব মানুষই, অতি, 'সহনশীল'।
ভালোই আছে এই বাগানে, সবাই মিলেমিশে।
ঈদ,পূজা আর বৈসাবিতে, মিশে এক নিমিষে।

ভাবনা আসে তাই-
এমন মধুর 'মিলন মেলা', আর কোথাও নাই।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০৭/০১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।