মরছে মানুষ পাহাড় ধ্বসে, প্রিয় এই পাহাড়ে।
শুনে তাহা হৃদয় কাঁদে, মন বলে আহারে!
খালি হলো কার মায়ের বুক, কে যে পেলো দুঃখ!
অর্ধজীবিতরা কে বা, কোথায় যে বুবুক্ষ!

রাঙ্গামাটি রাঙ্গা হলো, আমার ভাইয়ের রক্তে।
রাঙ্গার সাথে রাঙ্গা মিলে, সেনা'র রক্ত যুক্তে।
মানবতার টানে গেলো, আমার দেশের সেনা।
জানটা দিলো বিলিয়ে সেই ঘটন সবার জানা।

হতেই পারে অঘটন আর দৈবাৎ দুর্ঘটনা।
নিজের জানটাই দিয়ে দেয়া বিরল সে ঘটনা।
পরের তরে জীবন দিলো, সাবাশ বাংলার সেনা।
এমন প্রেমী দেশের তরে, যায় না পাওয়া কেনা।

জান বাঁচাতে জান দিলো যে, মানবতাই লক্ষ্য।
তাদের তরে প্রান কাঁদে আজ, ভাঙ্গছে হৃদয় বক্ষ।
বীর বাঙ্গালীর বীর সেনাদের, বীরবেশী সব কাজ।
দেশের তরে জাতির তরে, জান দিতে নেই লাজ!

গৌণ জীবন ছেড়ে নিলো, মানবতার পক্ষ।
জানান দিলো দায়িত্বটা, জানের চেয়ে মুখ্য।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৬/৬/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।