মানবতা ভাসছে দেখো নাফ নদীর ওই তীরে।
মারছে ওরা রোহিঙ্গাদের হাজার লোকের ভীড়ে।
কুপিয়ে কাটছে মানব শরীর বাড়ি ঘর দিচ্ছে পোড়া।
হিংস্র বর্বর নিষ্ঠুর জাতি কী বিভৎস ওরা!
ডুবিয়ে মারছে খালে বিলে ঝুলিয়ে দিচ্ছে গাছে।
সহস্র লাশ ভাসাচ্ছে আজ উম্মত্ত নাচ নেচে!
রক্তখেলা দেখেছো কি? দেখতে যদি চাও।
বিশ্ববাসী তোমরা সবে মায়ানমারে যাও।
কিংবা এসে বাংলাদেশের উখিয়া তে যেয়ে।
দেখো- এরা জানের ভয়ে কেমনে আসছে ধেয়ে!
মরছে যারা ওরাও মানুষ রক্তমাংসের শরীর।
ওদের পচা লাশে ভরপুর নাফ নদীর ওই তীর।
বাতাস ভারী হয়ে গেছে ভ্যাপসা লাশের গন্ধে।
মানবতায় চিড় ধরেছে আরাকানের রন্ধ্রে।
চারদিকে আজ আর্তচিৎকার আঁকুতিটা বাঁচার।
নারী শিশু বৃদ্ধ মেরে দেখাচ্ছে কোন আচার!
রোহিঙ্গাদের মেরে করছে মানবতার ক্ষয়!
এমন করুণ মৃত্যু ওদের কিভাবে যে সয়!
ফুটবে কবে এর বিরুদ্ধে মানবতার বোল!
শেষ কি হবে তাহার আগেই রোহিঙ মায়ের কোল!
মারছে ওরা মরছে এরা হারছে মানবতা।
বিশ্ব বিবেক চুপ কেনো আজ কয় না কোনো কথা!
কোথায় আজি জাতিসংঘ কোথায় মানবকর্মী!
দেখেও তারা দেখে না আজ করছে কী সব বর্মী!
শান্তির নোবেল অশান্তি দেয় দেখাচ্ছে আজ সুচী!
বিশ্বজুড়ে তার নোবেলে দিচ্ছে সবাই ছিঃ ছিঃ
দেখেও যেনো দেখছেনা সে রোহিঙ রক্ত বন্যা!
ও আসলে নয়রে সুচী অসুর ডাইনী কন্যা!
জাতীসংঘ কেনো আজি নিরব চেয়ে রয়!
কে করিলো কেমন করে ওদের বিবেক ক্ষয়!
নাকি ওরাও ফেসে গেলো ধর্ম বিভেদ কলে!
তাই যদি হয় ওদের ধরে ভাসিয়ে দে নাফ জলে!
যাক ভেসে যাক সাগর জলে একই সাথে ওরা।
অত্যাচারীই শাসুক বাঁচুক যা ভেসে সব তোরা!
যেমন খুশি তেমন করবে বার্মা নামের দেশ!
সারাবিশ্ব দেখে শুধুই টানবে মাথার কেঁশ?
বিশ্ববিবেক বল না ভেবে যায় কি কিছু করা?
নয়তো যেচে লাভ কী বেঁচে বিবেক ক্ষয়ে মরা!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০৭/৯/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।