সবার উপরে গরু সত্য, ভারতে মানুষ নাই।
মায়ানমারে অ-সূচি সত্য, মানবতা পুড়ে ছাই।
বঙ্গোপসাগরের উত্তাল সত্য, উপকূল নিরাপদ
নাই।
পাহাড়ে চলে গুপ্ত হত্যা, আমরা কোথায়
যাই?!!
দেশের মাঝে রাজাকার সত্য, দেশপ্রেমটা
নাই।
ভাবনায় পড়ে যাই- কোথায় নেবো ঠাঁই?!!
ভাই রে কোথায় নেবো ঠাঁই???
অফিস মাঝে ঘুষ সত্য, স্বচ্ছতাটা নাই।
রক্ষক হয়ে ভক্ষক- খেয়ে যায় ভাবি তাই।
ঈমানদারের ঈমান সত্য, ঈমানদার কই পাই!
লেবাস নিয়ে টানাটানি, মোদ্দা কথায় নাই।
ধর্মের নামে মুখে ফেনা সত্য, অন্তর ঠিক নাই।
আনুষ্ঠানিকতা বড় ভেবে, চলছে তাতে বড়াই!
কোনটা সঠিক ভাই? ভেবে কূল না পাই!
®
[সমিল মুক্তক]
৩০/৬/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।