আমি কবি, তুমি কবির কবিতা।
হৃদয়ের মাঝে সারাক্ষণ আঁকি তাই,
তোমার মুখের ওই ছবিটা।
আমি শিল্পী, তুমি শিল্পীর গানের কলি।
মনের ও মন্দিরে লিখেছি তোমার নাম,
তোমার কথাই শুধু বলি।
আমি চণ্ডীদাস, তুমি চণ্ডীদাসের রজকিনী।
সাধনা ও অনুভবে তোমাকেই কাছে পাই,
চাই না তো আর বিকিকিনি।
আমি লিওনার্দো, তুমি লিওনার্দোর মোনালিসা।
তোমাকে পেয়ে আজ পেয়েছি অকূলে কূল,
হারিয়েছি সব বিদিশা।
আমি শাহজাহান, তুমি শাহজাহানের মমতাজ।
গড়েছি তাজমহল মনের ও প্রাসাদ জুড়ে,
আছে তাতে শত কারুকাজ।
আমি দেবদাস, তুমি দেবদাসের পার্বতী।
তোমাকে না পেলে জীবনটা হারাতাম,
হয়ে যেতো জীবনের ইতি।
আমি ফরহাদ, তুমি ফরহাদের শিরি।
তোমাকে পেয়ে আজ আকাশ পেলাম আমি,
অসীম সুখেতে যেনো মরি।
আমি ইউসুফ, তুমি ইউসুফের জোলেখা।
তুমিই হবে আমার ক্ষুদ্র এক পৃথিবী,
কপালে যাই থাক লেখা।
আমি মজনু, তুমি মজনুর লাইলী।
জীবনকে সাজাবো তোমাকেই সাথে নিয়ে,
ইতিহাস হবো তাই বলি।
®
[সমিল মুক্তক]
১৯/১১/২০০৬
টি টি সি, ফেনী।