এই পৃথিবী বড়ই সুন্দর, ছাড়তে চায় না মন।
আসে নি কেউ মরনভেদী, থাকবে না কেউ নিরবধি।
সবাই একদিন যাবে ছেড়ে, সুন্দর এই পৃথিবী রে।
জানা আছে তবু কেন? মনটা করে এমন!
সরাইখানায় এসে মোরা, সবাই হতে চাই যে সেরা।
চলে যেতে হবে বাড়ি, সময় টুকু পার করি।
মুহুর্তের সব আশার মাঝে আছি ব্যস্ত হয়ে!
চিরসত্য বিদায় ভুলে, চলছি ধরায় ধেয়ে!
স্বল্প দিনের ধরায় এসে, বড়াই করি নানান বেশে।
কেউ কেঁদে কেউ বা হেসে, কেউ সম্পদ-সাগরে ভেসে,
সময় টুকু করছি পার।
এখান থেকে যেতে হবে,স্মরণ নেইকো কারো আর!
শত যত্নের খেলনা যেমন, সত্যিই ক্ষণভঙ্গুর।
শত আশার জীবনে তেমন, বাজবেই একদিন মরন সুর।
সেথায় যাওয়ার নেইকো সময়,
নেইকো দুপুর, নেইকো রাত।
ক্ষণেক পরেই আসতে পারে,
চলে যাওয়ার সেই করুন ডাক।
সে ডাক-
বড়ই কঠোর, বড়ই নিঠুর,
বড়ই নির্দয়, বড়ই পাশান।
শুনবে না সে মায়াকান্না,
কোনো বাধা, কোনো গান।
®
[সমিল মুক্তক]
০৬/৮/১৯৯৮
রামগড়, খাগড়াছড়ি।