বর্তমান তোমায়-
হাসিমুখে দিচ্ছি বিদায়,
তবে যাওয়ার সময়-
যেও দুঃখ টুকু নিয়ে।
ভবিষ্যৎ তোমায়-
শত আশায় সু-স্বাগতম,
এসো তুমি, সবার মাঝে -
সুখ আর শান্তির ছোঁয়া নিয়ে।
অতীত তোমায়, ঘৃণায় স্মরি।
তুমি কেনো সুখ পাও?
আমায় ব্যথা দিয়ে।
®
২৯/০১/২০০১
রামগড়, খাগড়াছড়ি।