জানতে চাই না অনেক কিছুই, জানলে যে রাগ উঠে!
বুঝতে চাই না তোমায় বেশি, কুটিল তোমার পেটে।
জটিল কুটিল তোমার মারপ্যাঁচ, জানলে বেশি অতি।
রাগে- দুঃখে ক্ষোভটা বাড়ে, সেও তো নিজের ক্ষতি!
যাচ্ছি সয়ে চলছি বয়ে, কষ্ট হলেও তাতে!
সইতে না'রি- কইলে আড়ি, হয় যে তোমার সাথে!
জানি সবই; বুঝি খুবই, লাভ যে হয় না তাতে!
ঢালতে চাই না ঠাণ্ডা পানি, তোমার গরম ভাতে।
হাটে হাড়ি ভাঙলে উশুল, উঠবে তিলে তিলে।
আসবে কি আর সুখটা তাতে, দু'খটা তোমায় দিলে?
সুখটা তোমার হোক না বেশি, তবু আছি মিলে!
ছাড় দেওয়াটা শিখছি ভালো, শান্তি চাই নিখিলে।
কষ্ট সবই আমারই থাক, তুমিই থাকো সুখে।
চলুক বহন দুঃখ দহন, সহন আমার বুকে।
তোমার সকল কুটিল স্বভাব, চাই না জানুক জনে।
তাই তো থাকি দুঃখ চেপে, কই না কারও সনে।
দিন গুণি আর প্রহর গুণি, স্বপ্ন গড়ার আশে।
চাই না আমি ভাঙ্গনের সুর, গড়ার অভিলাষে।
আমার স্বপ্ন ভাঙতে যে চায়, গড়ি তারই স্বপন।
সুখের আশায় ক্ষমার ভাষায়, করছি সে বীজ বপন।
পার করি আজ তোমার তরী, বৈরি স্বভাব ছেড়ে।
সফল করি তোমার স্বপন, আমার স্বপ্ন-ভীড়ে।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+২]
২৮/৩/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।