হয়ত ভুলে যাবে স্মৃতি টুকু আজকের!
রবে না বন্ধন মাঝখানে দু-জনের!
স্মৃতির পাতায় পরে রবে আজকের এই দিনটি।
নীরবে নিভৃতে ব্যথা দিবে যেটি।
হারিয়ে যাবে ভেবে এখন
শত ব্যথায় ব্যথিত আমি।
হারিয়ে যাবে যখন তুমি
হে আমার অন্তর্গামী।
আজকে ঘটা সকল স্মৃতি,
তখন হবে দু’খের ঊর্মি।
ভুলে যাবে যখন তুমি
বন্ধু তোমার ছিলাম আমি।
তখনও আমার হৃদয় মাঝে
স্মৃতি হয়ে থাকবে তুমি।
স্মৃতির মাঝে থাকবে যখন
বাস্তবে থাকবে না তুমি।
শত খুঁজে ও বাচ্যার্থ হয়ে
দেখবো যখন কোথাও নেই তুমি!
হয়ত তখন শত দুঃখে, শত ঘৃণায় লিখব আমি-
"নষ্ট অতীত, নিষ্ঠুর অতীত,
তুমি শুধু ব্যাথা দিতে পারো!
কেনো? তুমি কী সুখ পাও?
যখন দুঃখ পাই আমি!"
হয়ত তখন নীরবে নিভৃতে বসে,
ব্যথা ভরা মন নিয়ে
লিখবো আমি ডায়রীর পাতায় -
"আজকে ঘটা স্মৃতিকে নিয়ে,
কবিতা, গল্প, গান!
আরও কত অমর বানী!"
হয়ত তখন অন্যকে উপদেশ দেব-
বন্ধু গড়ে তোমরা কখনও পেও না দুঃখ।
যেমনটি এখন পাচ্ছি আমি।
হয়ত তখন বলবে ওরা -
কী বলো এসব? বন্ধু ছাড়া বাঁচবো মোরা?
হয়ত চিরদিন থাকবে না কাছে!
জীবনের সন্ধানে হয়ত তুমি,
চলে যাবে দূর-দূরান্তরে।
তবুও মনে রেখো, থেকেও শত ক্রোশ দূরে।
"হৃদয়ের একটি ক্ষুদ্র স্থান
বরাদ্দ করো মোর স্মৃতির তরে।"
হয়ত তুমি হারিয়ে যাবে
সময়েরই আবর্তনে।
হয়ত তোমার বন্ধু হবে,
এই পৃথিবীর শত জনে,
হয়ত তারা সবাই রবে,
উন্নত তর জ্ঞানে গুনে,
তাদের মাঝেও বন্ধু আমার,
স্মৃতি টুকু রাখবে মনে।
অনেকদিন যখন দেখবো না তোমায়,
মনের অজান্তেই ভাববো আবার,
'বন্ধু একজন ছিল আমার।
এখন কাছে নেই, তাই
সম্পর্কও হয়ে গেছে সাবাড়!
একি! আমি ভাবছি কী এসব!
তোমার আমার বন্ধন,
হবে কি কিছুতে কর্তন?
যদিও বা থাকি দূরে,
মনের বন্ধন থাকবে মনে।
মাঝে মাঝে প্রকাশ পাবে
পত্র নামের দূত এর গুনে।
®
[সমিল মুক্তক]
১১/৫/২০০০
রামগড়, খাগড়াছড়ি।