বলবো আমি নিজের ভাষায়, আপন চিন্তাধারা।
আমার কথায় দিক বা না দিক, কেউ সমাজে সাড়া!
সত্য কথা বলি আমি, সৎ পথেতে চলি।
'গানের পাখি' গান গেয়ে যাই, না হোক 'গানের কলি'!
সুরের ধারার, মূর্ছনাতে নাই বা দিলাম সুখ।
তোমায় সুখী করতে গিয়ে, করবো বরণ দু'খ।
দুঃখময় এই ধরার বুকে, দুঃখ আছে বলে।
সুখের কদর এত বেশি, সুখ মিলে দু'খ ঢেলে।
আমি 'দু'খী' হয়েও যদি, 'সুখ' মিলে সবার।
তাতেই আমি 'বড় সুখী', বলবো শতবার।
সবার সুখে- সুখী হবো, এসো করি পণ।
হিংসা-বিদ্বেষ ভুলে গড়ি, অহিংস জীবন।
অহিংসা তে সুখ আছে ভাই, হিংসায় আছে দু'খ।
(যে)ছলচাতুরী; কপটবাজি করে, সে উল্লুক!
(এসো) সংকীর্ণতা ছেড়ে দিয়ে, স্বচ্ছ করি মন।
ফুলের মতো গড়ে তুলি, সুবাসী জীবন।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৮/১২/২০১৬
দীঘিনালা, খাগড়াছড়ি।