তোমার নিষ্ঠুর অমানবিক আচরণে,
যখন নিদারুণ অসহ্য কষ্ট পাই!
মানিয়ে চলার শেষ রাস্তা টুকুও হারিয়ে,
যখন পুরোপুরি বাক রুদ্ধ হয়ে যাই!
তখন মন খুলে কাঁদতে ইচ্ছে করে।
তোমার থেকে সৌজন্যতা পাওয়ার আশা,
যখন সত্যিকারের হতাশায় পরিণত হয়!
আমার প্রতি তোমার বিন্দু পরিমাণ বিশ্বস্ততাও নিঃশেষ হয়ে,
যখন তা একেবারে জিরো ডিগ্রীতে পৌছে যায়!
তখন, সব ভালোবাসার জলাঞ্জলী দিতে ইচ্ছে করে।
নিজ স্বার্থে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে,
যখন ঘৃণার চরম অস্ত্র ব্যবহার করো!
বিষধর সাপের মতো ছোবল মেরে,
যখন, তোমার নিষ্ঠুর চেহারার সর্বশেষ অংশ প্রকাশ করো!
তখন, তোমায় ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে।
®
[গদ্য ছন্দ]
২৩/০১/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।