মনের কথাও যায় রে বলা, মনের সাথে মিললে মন।
বুঝে নিতে হয় রে শুধু, কার যে আছে সরল মন।

'স্বার্থসিদ্ধি' থাকলে মনে, মুখেও ঘটে অঘটন!
মুখটা দেখে যায় রে বোঝা; রাগ-অভিমান, আস্ফালন!

হাসির মাঝে ফুটে ওঠে, সুখটা আছে কতটুক।
কথা শুনেই যায় রে মাপা, পার করেছ কত দু'খ।

অভিজ্ঞতা কেমন হলো, জানা যায় ব্যবহারে।
পুরোপুরি? পৌনে-শোয়া? আধাআধি (কয় সাড়ে)!

হার-জিতের এই দুনিয়াতে, 'সরলতা'য় জিততে চাই।
হেরে গেলেও মনের মাঝে, বিরাজ করে ঐ একটাই।

টিকে থাকাই কর্ম ভাবো, ধর্ম টাকে পিছ ফেলে!
ধর্মে কত? কর্মে কত? শতকরা দেয় সব বলে!

মনের চোখটা খুলে দিয়ে, স্বার্থটুকু সব ভুলে।
কে কতটুক! চলছে আসল, সব বোঝা যায় তাকালে।

চললে ক'দিন কারও সাথে, একটু করে তার তালে।
সে কতটুক 'স্বার্থান্ধ' সব বোঝা যায় অকালে।

স্বার্থ ফেলে এসো কাছে, মনের কথা কই খুলে।
থাকলে স্বার্থ- নেইকো দুঃখ, আমায় দূরে দাও ঠেলে!
®
১২/০৬/২০১৮;
দীঘিনালা, খাগড়াছড়ি।