পারবে কি ভাই ঠকার পরেও হা হা করে হাসতে?
সুখী হয়ে বাঁচতে চাইলে ওটাই হবে শিখতে।
মুখটা কালো করে থাকলে কালো হবে মনটা।
এক ঠকাতে বাজতে থাকবে হাজার ঠকার ঘণ্টা।
আজ পর্যন্ত যা ঠকেছি কালকে ঠকতে চাই না।
ঠকার কথা মনে করে রাগটা মিছে বায়না।
হয় না কোনো লাভটা তাতে রাগলে শুধুই ক্ষতি।
কে বুঝিবে তোমার ব্যথার দাড়ি কমা যতি?
দুঃখ শোকটা সবার আছে ভুলতে হয় তাই করো।
কে কমাবে তোমার দুঃখ করলে তুমি বড়?
হাসতে হাসতেই বলে ফেলো তোমার ক্ষতির কথা।
লাভটা কিছু পেতেও পারো ভুলে ঠকার ব্যথা।
রেগে থাকলে হয় না কারো জীবনে উন্নতি।
রাগী মানুষ রেগে গিয়ে করে নিজের ক্ষতি।
দুঃখ ভুলে ঠকার কথা হাসি মুখেই কই।
রাগ অভিমান করে কথা আর ক'বনা সঁই!
দুঃখ ঢেলে গভীর জলে সুখে বেঁচে থাকি।
ক্ষোভের কথা ভুলে এসো সুখের স্বপ্ন আঁকি।
ভুলে গেলাম আজকে হতে সকল দুঃখ কথা।
অভিমানে লাভ কী বলো ভেঙ্গে নিজের মাথা?
যাদের দেয়া ব্যথায় তুমি হবে অভিমানী।
তারা ঠিকই তোমায় নিয়ে করবে কানাকানি।
অভিমানে চুপসে গিয়ে, হলে নিজে একা।
সফল হবে সবাই কিন্তু তুমি পাবে ধোঁকা।
ছোট্ট ক্ষতির অভিমানটা বড় ক্ষতির বীজ।
বড় ক্ষতি রোধ করিতে হাসি নিলাম লিজ।
ক্ষতি যেটি হয়েই গেছে সেটির কথা বাদ।
সেসব ভেবে গড়বো না আর নতুন ক্ষতির ফাঁদ।
কিছু ঠকা মেনে নিয়েও হেসে দিতে হয়!
আমার লাভেই হাসি আমি তোমার লাভে নয়!
আরও ক্ষতি না যদি হয় নয় কি সেটা লাভ?
যে দিয়েছে দুঃখ তাকে করেই দিলাম মাফ।
যে আমাকে দুঃখ দেবে তাকে দেবো হাসি।
ঈর্ষা করে যে আমাকে তাকে ভালোবাসি।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০১/১১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।