দুঃখ যত থাক'না এখন, কেটে গিয়ে আসবে সুদিন।
শত দুঃখ; শত ব্যথা, থাক'না মনে গাঁথা,
এ নিয়ে কখনও কেউ, নিজেকে ভেবো না হীন।
সময়ের সাথে প্রকৃতি রুপ বৈচিত্র্য পাল্টায় যেমন।
সুখ-দুঃখও জীবনে, আসে আর যায় তেমন।
তাই, দুঃখ নিয়ে ভেবে লাভ কি?
‘এতো স্বাভাবিক’ ভাবো এমন।
নিজ দুঃখ দৃষ্টিগোচর করে না যে জন,
পৃথিবীতে সব চেয়ে সুখি সেই জন।
দুঃখ আছে বলেই, সুখের কদর এমন।
এ কথাটি কেনো বুঝতে, চায় না দুঃখীজন?
দুঃখকে তুচ্ছ ভেবে, নিজ কর্মে হও কর্তব্যপরায়ণ।
দেখবে হঠাৎ সুখ এসে, করছে তোমায় স্বাদর-সম্ভাষণ।
®
৩১/১২/১৯৯৯
রামগড়, খাগড়াছড়ি।