যোগাযোগই আত্মীয়তা যোগাযোগের অভাবে।
আপন লোকই পর হয়ে যায় দেখা যায় তা স্বভাবে।
ডিজিটাল এ ডিজিট মেপে যোগাযোগটা হয় ভারী।
হয় না যে তাই কারও সাথে এখন বেশি খুন আড়ি।
আপন লোকরা আপন থাকে পরও হচ্ছে আপন তাই।
যোগাযোগের জন্য দেখি ইন্টারনেটের জুড়ি নাই।
ব্যস্ত ধরায় ব্যস্ত সবাই ব্যস্ততারই ফাঁক ফোকে।
নিচ্ছে সেরে যোগাযোগটা একটু আধটু সব লোকে।
নেটের তালে অধুন কালে আড্ডা জমে দূর থেকে।
পাই যে খবর নিত্য জব্বর করছে স্মরণ আমায় কে!
মোবাইলটা হাতে নিয়েই বিশ্ব দেখি ঘর থেকে।
হইতো না যা দেখার সুযোগ কোনদিনই নিজ চোখে।
আড্ডা বসে আসর জমে কত কথার ফুলঝুড়ি।
দূরে থেকেও কাছে থাকার আনন্দেতে মন পুরি।
নীল আকাশের নীল ঠিকানায় পাই যে ভালোবাসার সুর।
একের হতে আরেক মোরা নই তো এখন বহুদ্দূর।
দূরত্ব হয় আনুপাতিক মনের টানের সাথে তাই।
সেদিক থেকে করলে চিন্তা দূরত্বটা মোটেই নাই।
থাকি দূরে কথার সুরে মনের মিলটা যখন হয়।
কাব্যছন্দে মন আনন্দে বন্ধু কত কথা কয়।
আড্ডা চলে সময় পেলে যখন যাদের নেটে পাই।
বন্ধুদেরকে মনে পড়লে নেটের মাঝে খুঁজি তাই।
বিশ্বটাই আজ মাতৃভূমি আপন সবাই নেইকো পর।
নেট না থাকলে শরীর মাঝে ম্যাজ ম্যাজিয়ে ওঠে জ্বর।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+৩]
১২/৯/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।