ভাবনা কি আর আমি করি! ভাবনা মাথায় আসে।
কেহ বুঝে ধ্যান সাধনা, কেউবা মুচকি হাসে।
কেউবা বলে দারুণ ভাবুক, এই ছেলেটি বটে।
কী যে পেলো; কোন সে মজা! ভাবনা সাগর তটে।
ভাবুক ভাবনা ধ্যান সাধনা, করে যে- কল্পনা।
হতেও পারে সাধক সে জন, সেও তো সবার জানা।
কেউবা প্রশ্ন করেই বসে, 'ভাবছি আমি কী?'
কেউবা দেখে একটু কাশে, কেউ করে হি, হি,
অন্তর্দ্বন্ধ ভালোমন্দ, বুঝতে চায় মোর হিয়া।
করবো কী ভাই তোমার হি, হি, হাসি কাশি দিয়া!
কী যে কখন ভেবে চলি, তার তো হিসাব নাই!
সত্য অনুসন্ধানী তাই, সত্য খুঁজতে চাই।
নকল ছেড়ে আসল খুঁজি, পাওয়ার আশে তাই।
মন্দের ভীরে ভালো খুঁজতে, ভাবনায় পড়ে যাই।
উন্নতিটা কোথায় রে ভাই! সম্পদে না মনে?
চাই যে মহান বিবেকের টান, মম এই জীবনে।
চিন্তাই যদি নাই বা হলো, আসল পরিশুদ্ধ।
লাভ কী বলো এই দুনিয়ায়, করে এত যুদ্ধ!
ধ্যান করেছে মুনি ঋষি, ধ্যান করেছে বুদ্ধ।
ধ্যান সাধনায় নবী রাসুল, করলো জীবন শুদ্ধ।
শুদ্ধাচারের রীতিনীতি, ছড়িয়ে দিলেন তারা।
সেই রীতিতেই চাই যে হতে, আমরা পাগলপারা।
ধ্যানের সাগর পাড়ি দেয়া, নয়রে এত সোজা।
ভাবনা করলে যায়রে তারই, অংশ কিছু বোঝা।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
২৬/৭/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।