দাদাজান, নানাজান-
ধুমপান ছাইড়া দ্যান।
'ধুমপান- বিষপান'-
জাইন্যাও তা করেন পান!

সুস্থ যদি থাকতে চান-
বিড়ি-চুরুট ভুইল্যা যান।

বিড়ির গায়ে 'বিজ্ঞাপন'
ভালো কইরা দেইখ্যা লন।
পড়ালেখা জানেন, তাই-
পইড়া ফালান লেখা খান।

অবাক হওয়ার কিচ্ছু নাই!
'ধুমপান' ক্ষতিই ভাই।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-
পানে হবে ক্যান্সার।

ধুমপানে মৃত্যু হয়,
জীবন প্রদীপ নিভে যায়।
ধুমপায়ীর শুধুই ক্ষয়,
অধুমপায়ীর হবেই জয়।
®
২৪/১০/২০০১
রামগড়, খাগড়াছড়ি।