বলবো না হতাশা, নয় সে তো দুরাশা
শুধু যে সময় অজানা!
কেটে যাক ধোঁয়াশা, সাক্ষাতই মূল আশা
বুকেতে সেই বাসনা।
বলবো না পেয়েছি, যা কিছু চেয়েছি।
সবটা যে পাওয়া যায় না!
বেশি চাওয়া ঠিক না, তাই বেশি চাই না।
কমও তো পাওয়া হলো না!
কিসের এত ভাবনা, যা পেয়েছি থাক না।
এটুকুই বড় সান্ত্বনা।
প্রাপ্যতা বুঝি না, বেশি পেতে যুঝি না।
কম পেয়ে কাটুক যাতনা।
বেশিতে বেশি চাপ, কমেতে বেশি লাভ।
বেশিটা বেশি ভালো না!
কমেতে বেশ আছি, সুখে অশেষ নাচি!
চাই না তো কোনো ছলনা।
শয়নে স্বপনে, একান্ত নির্জনে।
জানে শুধু এই মন জানে!
নীরবে গোপনে, তোমাকে পাওয়া ধ্যানে।
শত সংশয় হয় এ মনে।
ক্ষুদ্র এ জীবনে, কিভাবে কোনখানে
ভেসে চলে সময়ের ভেলা!
কোন সে মাহেন্দ্র ক্ষণে? সাক্ষাৎ তোমার সনে!
সাঙ্গ করে এই ভবের খেলা!
®
[সমিল মুক্তক]
১৮/৫/২০১৮; পহেলা রমজান।
দীঘিনালা, খাগড়াছড়ি।