মনের অব্যক্ত কথা গুলো বলতে চেয়েও যখন,
তোমার কাছে মন খুলে বলতে পারি না!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি বিশ্বস্ত শ্রোতা নও।'
শত সহস্র মানসিক চেষ্টার পরেও যখন,
তোমাকে বিশ্বাস করতে ব্যর্থ হই!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি আপন জন নও।'
মানুষে মানুষে মতের কিছুটা ভিন্নতা থাকতে পারে।
সেই কথাটি যখন বেমালুম ভুলে গিয়ে,
অন্যের মতামতকে তুচ্ছ তাচ্ছিল্য করো!
ঠিক তখনই বুঝতে পারি,'তোমার মাঝে স্বৈরাচার বাসা বেধেছে।'
একটু সুযোগ পেলেই যখন কথার মারপ্যাঁচে,
আমাকে চরম অবমাননা করার চেষ্টা করো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি শুভাকাঙ্খী নও।'
নিজের কথা ঠিক রাখতে; যুক্তিকে পেছনে ফেলে যখন,
এত দিনের বন্ধুত্বের মূল্য দিতে ব্যর্থ হও!
ঠিক তখনই বুঝতে পারি, 'কাছাকাছি থেকেও তুমি কাছের মানুষ নও।'
আমার দু'খের কথা শুনে যখন,
তুমি ঠোঁট চেপে মুচকি হাসো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি সহমর্মী নও।'
আনন্দটা ভাগাভাগি করতে যখন,
এতটুকুও কার্পণ্য করো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি সামাজিক নও।'
অতীব সাধারণ যুক্তিতে হেরে যাওয়ার ভয়ে যখন,
অন্যদেরকে জানান দিয়ে লোকসম্মুখে তুমুল ঝগড়া বাধিয়ে দাও!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি বন্ধুভাবাপন্ন নও।'
গুরুত্বপূর্ণ কথার মাঝে বাম হাত ডুকিয়ে দিয়ে যখন,
অবিবেচকের মতো কথা বলো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি কোনোকিছুতেই সিরিয়াস নও।'
ঘরকে ছেড়ে পরকে ধরে যখন তুমি,
আতাতী স্বভাবে চলো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি নৈতিক চিন্তায় নেই।'
পথ চলতে চলতে কথা বলতে বলতে,
হঠাৎ যখন পথিকের পক্ষ নিয়ে কথা বলো!
ঠিক তখনই বুঝতে পারি, 'তুমি একসাথে চলার যোগ্য নও।'
®
[অমিল মুক্তক]
২১/৬/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।