বৃষ্টি পড়ে ঝুপ ঝুপ, কী যে মধুর রূপ!
আমায় করে দিলো, কেমন ভাবুক।
জানালার পাশে বসে, বৃষ্টির ধারা দেখে
মনটাকে ছাড়লাম, স্বাধীন চলুক।
বাইরে তরু-শাখে, যুগল পাখি দেখে।
স্নানে সাধ জাগে, বৃষ্টির জলমেখে।
একাকী আনমনে, অগোছালো ভাব মনে-
স্বাধীন মন চলে,স্মৃতির গহীন বনে।
বন্ধুর জীবনপথে, মন চলে কল্পরথে-
ঘুরে ফিরে অবশেষে, ক্ষণে কাঁদে ক্ষণে হাসে।
আমি আছি ঘরে বসে, মন ঘুরে দূরদেশে!
হইলো তা সম্ভব, বৃষ্টিময় পরিবেশে।
মনে মনে সবই হয়, সেযে বড় সুখময়-
ভাবনায় ভাবুক তাই, সুখের রাজ্যে যায়।
কল্পনার নীলছকে, সবই ঘটে এঁকে বেঁকে,
শুধুই হয় না স্নান- বৃষ্টির এ জল মেখে!
®
[সমিল মুক্তক]
০৪/১০/২০০৬
টিটিসি, ফেনী।