যদি বসন্তকে জিজ্ঞাসা করো-
হে বসন্ত, তুমি এত নিষ্ঠুর কেনো?
প্রসন্ন হাসি নিয়ে, আসো বাংলায়-
মুহূর্ত কাল পরে আবার চলে যাও কেন?
তুমি কি পারো না মোর, প্রিয় বন্ধু হতে?
থাকবে যে সারাক্ষণ মোর দুয়ারেতে!
তুমি কি পারো না! চিরদিন থাকতে?
আমাদের মাঝে, আনন্দ উল্লাসে মেতে?
জবাবে বসন্ত বলবে তখন,
আমি তো তোমার কাছে ফিরে আসি বারবার।
তুমিই তো ছেড়ে যাও মোরে, থাকো না কাছে আমার!
এই রূপবতী বাংলায়, তোমার মতোই আমি শতজন, দেখেছি শতবার।
একবার চলে গিয়ে, আবার ফিরে দেখি,
দেখে ছিলাম যারে, অপরূপা বাংলায়, নেই তো সে আর!
"বাচিবার তরে, নাহি ছিল সময় তার,
চলে গেছে সে, জীবন নদীর ওপার।
ফিরবে না কখনো সে আর,
শত বছর পরেও এপার।"
তাই মায়ায় ভরা দুচোখ, অশ্রুসজল করে
চলে যেতে হয় যে আবার!
ঘরে ফিরে একাকী, পারি না তো থাকতে!
পারি না তো বাংলার শত মায়া ছাড়তে।
তাই তো ফিরে ফিরে, আসি বারবার,
বাংলা মায়ের দ্বারপ্রান্তে।
®
[সমিল মুক্তক]
০৮/৭/২০০২
রামগড়, খাগড়াছড়ি।