বন্ধু তরীর যাত্রী মোরা চলতে চাই একসাথে।
আপন ভেবে বন্ধু হলে ধন্য আমি তাতে।
তোমার আঁকা ভালোবাসায় ভিন্ন মজার সুর।
দূরে থেকেও যেনো আছো আমার অন্তপুর।
আর্ট হোমের এই দেয়াল জুড়ে বন্ধু তরী চলে।
হৃদয় টাকে বড় করে প্রেমের পালটা তুলে।
অক্ষরের এই বুনন দিয়ে কিইবা বলবো ভাই।
তোমার আঁকা ছবির মাঝে এরচে বেশি পাই।
ছবি হলো আদিম ভাষা ওইটা দিয়েই শুরু।
কাব্যকথা আসছে পরে তোমরাই আসল গুরু।
ছন্দ তালে আপনি হতে তুমি চলে এলো।
এবার বুঝি বন্ধুত্বটা আরও গভীর হলো।
এমনি চলুক ভালোবাসায় সুখে কাটুক দিন।
শোধ করিতে বাড়ুক মোদের ভালোবাসার ঋণ।
গুরু করলো শুরু যাহা আমরা চাই না শেষ।
তোমার দেয়া ভালোবাসায় আছে সুখ আবেশ
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০৫/০১/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।
(সুপ্রিয় আর্টিস্ট নুরুল ইসলাম ভাই যখন আমি সহ কয়েক জন লেখিয়ের প্রোফাইল ছবি এঁকে ওনার নিজ কক্ষের দেয়ালে টাঙিয়ে রেখে সেগুলোর ছবি ও ভিডিও পোষ্ট করেছিলেন তখন লেখা। )