যে যত বোকা সে তত সুখী।
বোকায় বোঝে না ধোঁকা,
তাই- বয়সে বৃদ্ধ হলেও
সেজে থাকে খোকা।
বোকায় বোঝে না, এই পৃথিবীর খেলা।
তার কাছে সবই যেনো, স্বপ্নের মেলা।
বোঝে না সে 'লাভ কী?' বোঝে না 'লোকসান'।
তাই তো তার কাছে, সুখ-দুঃখ সবই সমান।
বোঝে না সে নিন্দা, তার প্রতি অন্যের কটু কথা।
তাই তো শত্রুও নেই তার কোথাও।
বোকায় বোঝে না ভালো-মন্দ,
কল্যাণ আর অকল্যাণ।
আছে যা তা নিয়েই,
সুখে রয় সারাক্ষণ।
সবার হাসিতে হাসে সে,
সবার কান্নায় কান্না।
সে যে কত সহজ-সরল,
তা তো কেউ বোঝে না।
প্রাণ খুলে হাসে সে- যেনো শিশুর হাসি।
নিখুঁত ভাবে হাসতে পারাও, সুখের একটি রাশি।
প্রাণ খুলে হাসুন সবাই, হাসিতে বড় সুখ।
নিখুঁত ভাবে হাসে সেই, যার মনে নেই দু'খ।
বোকার নেই লোভ-লালসা, নেই ধনের মায়া।
তাই তো জীবনে তার, নেই দু'খের ছায়া।
সুখের রাজ্যে বাস করে সে, দুঃখ নেই তার মনে।
থাকবে কেনো দুঃখ তার, দুঃখের বাস যে ধনে।
@
২১/৪/২০০০
রামগড়, খাগড়াছড়ি।