বিশ্বকাপের উষ্ণ চাপে কাব্য ভুলে গেছি!
কোনোরকম ‘কবি’ নামটা নিয়েই বেঁচে আছি।

ফুটবল খেলার মৌসুম এখন খেলাই দেখি সব!
চারপাশে তো শুনি শুধু খেলার কলরব!
খেলা পাগল কেউ ভুলেছে আপন স্বত্বাখানি!
ধ্যানে-জ্ঞানে মনে প্রাণে খেলার কানাকানি।
আত্মভোলা হয়ে কেহ করছে আত্মত্যাগ।
চালের টাকায় কিনছে ফ্লাগ খাবার নাই বা থাক!
হুজুগেতে বাঙ্গালীদের আছে সুনাম বড়!
একের পিছে আরেক গিয়ে হতে পারে জড়ো!

পাসিং-ক্যাচিং দলের কেমন বাদ দিয়ে সব ভাই!
সবার মতোই করি সাপোর্ট ক্যালকুলেশন নাই!
কাপটা জেতার সম্ভাবনা আছে কি ওই দলের?
নাকি শুধু দৌড়ে ফেরে পেছন পেছন বলের?
বোঝার দরকার নেই যেনো সব আছি সবাই তালে!
সাপোর্টিং দল গোলটা খেলেই চড় অনুভব গালে!

ধুত্তরি ছাই কোথায় পালাই হারার দলে নাই!
বলতো দেখি এখন আবার কোন দলেতে যাই!
দলবদলের পড়ছে হিরিক এদেশ ছেড়ে ওদেশ!
সাপোর্টার এক পিওর হতাম খেললে বাংলাদেশ।
ভীনদেশি সব দলের সাথে শান্তি নাহি মিলে।
এসব কি আর সাপোর্টরে ভাই দুধের স্বাদটা ঘোলে!

খেলবে যেদিন দেশটা আমার বিশ্বকাপের মাঠে।
কিনবো 'ফ্লাগ' বিশ্বজোড়া বিশ্বকাপের হাটে।
হারুক জিতুক  একটাই হবে আমার সাপোর্ট দল।
থাকবে না কো দল বদলের দুর্বল মনোবল।

মনের মাঝে সেটাই স্বপ্ন ওই আশাতেই আছি।
সবার তালে কাব্য ভুলে একটু আধটু নাচি!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
২৪/৬/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।