বাড়ির পাশে ছোট্ট নদী, দুই কূলে তার চর।
চরের বুকে বাবলা গাছে, মাছরাঙাদের ঘর।
ঢেউ ছলছল চলছে নদী, নেই ঠিকানা তার।
চলছে সে যে আপন মনে, থামবে কি সে আর!
বর্ষাকালে ছোট্ট নদীই, হয়ে যায় ভরপুর।
দু-কূল ছেয়ে পানি উঠে, হয় যেন সাগর।
মাছরাঙারা উড়ে উড়ে, করে মাছ শিকার।
মাছ ধরে সব বাসায় নিয়ে, খাওয়ায় বাচ্চাদের।
প্রশ্ন জাগে মনে আমার, এ কোন খেলা বিধির?
মাছের মায়ের পুত্র নিয়ে, বাঁচায় পাখিদের!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১১/১১/২০০১
রামগড়, খাগড়াছড়ি।