এই পৃথিবীর মানুষ, বড়ই বিচিত্র।
ক্ষণেই কারো শত্রু, ক্ষণেই মিত্র।
কখনো যাকে কাছে পাই, বন্ধু হিসেবে।
পরক্ষনেই সে দূরে দাঁড়ায়, শত্রুর বেশে।
কখনও যেটির গুণে মুগ্ধ হই,
ভাবি- খুব ভালো এটি।
পরক্ষণেই সন্দেহ জাগে,নহে ঠিক খাটি সেটি।
কখনও ডাইরীতে লিখে রাখি যাহা,
অনেক যত্ন করে।
পরক্ষণেই আবার তাহা-
নিজেই ফেলে দেই ছিঁড়ে।
কখনও এত ভালো লাগে যাকে,
মন চায়, চিরদিন কাছে ধরে রাখি।
পরক্ষণেই লাগে না ভালো,
মনে হয় শুধুই ফাঁকি।
কখনও ভাবি অনেক সুখী,
নিজেকে মনে হয় বড়।
পরক্ষণেই সবই পাল্টে যায়,
দুঃখ বেড়ে যায় আরও।

কখনও ভাবি, হবো ইঞ্জিনিয়ার,
কখনও ডাক্তার।
কখনও ভাবি, সাংবাদিক হয়ে,
সংবাদ করবো প্রচার
কখনও ভাবি পর্যটক হয়ে,
ঘুরবো দেশদেশান্তর গিয়ে।
কখনও ভাবি জীবন কাটাবো,
রাজনীতিকে নিয়ে।

কখনও ভাবি, মূহুর্তের জন্য-
এসেছি এ ধরায়।
চলে যেতে হবে ভেবে সবকিছু ছেড়ে,
রত হই মৃত্যুর চিন্তায়।

এভাবেই কেটে যায় দিনগুলো বেশ,
জন্ম থেকে শুরু করে জীবনের শেষ।
®
০৫/০৭/১৯৯৯
রামগড়, খাগড়াছড়ি।