চলুক- 'সাধনা', কাটুক- 'বেদনা', মিথ্যার বেড়াজাল।
কেউ বা না হোক সঙ্গী তাতে, কেউ না ধরুক তাল!

যে যাই ভাবুক; বলুক- করুক, আমার মতোই আমি।
ন্যায়ের পথে চলি আমি, অন্যায় দেখলে থামি।

নাও যদি পাই চলার সাথী, সত্য-ন্যায়ের পথে!
দাগ কেটে যাই ততটুকুই, যেটুক কাটে রথে।

কেউ না এলেও সঠিক পথে, একাই চলার আশ।
দু'খ শ্রাবণ কেটে আসুক, সুখ বসন্ত মাস।

সঠিক-বেঠিক প্রভেদ করতে, ব্যর্থ হলো যারা।
চলুক ওরা ওদের মতোই, হয়ে মাতোয়ারা!

মিথ্যা মাঝে বাঁচুক ওরা, ছল করে নি'ক মজা!
'দুধ' বেচে খা'ক 'সরাপ' ওরা; টানুক চুরুট, গাঁজা!

ক্ষুদ্র আমি পারবো না তো, সব থামাতে তাই।
অনেক সময় ওসব দেখেও, নিরব হেটে যাই!

মৃদু পায়ে নিরব হাটি, অন্তরেতে জ্বালা।
যায় কি থাকা ওদের ভীড়ে, এতটুকুন ভালা!

'এক' আমাকে দেখে শিখুক, দিই না বাধা মুখে।
'ভালো'টা হোক মনের টানে, দিই না সোজা রুখে।

'নয় কো চলা উচিৎ রে ভাই, হয়ে বাঁধন হারা।
আয় রে ফিরে সঠিক পথে, আয় রে অবুঝ তোরা।'

ওসব ছেড়ে- আজ থেকে বল, করবি ভালো কী কী?
'সাধন' হবে, 'বেদন' যাবে; এই আশাতেই থাকি।

বলবি ভালো; চলবি ভালো, বাঁচবো সবে সুখে।
করবো ভালো; গড়বো ভালো, কাঁদবো পরের দু'খে।

সত্য-সুন্দর নির্মল সুখ, স্বপ্ন দেখি তাই।
সঠিক-বেঠিক প্রভেদ বুঝতে, 'সাধন' করে যাই।
®
০২/৫/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।