যেদিন হতে আমি কবিতাকে ভালোবেসেছি।
সেদিন হতে পুরোপুরি ভাবে অবসর হারিয়েছি।
অবসরে এখন আমি শুধুই কবিতার ছন্দ খুঁজি।
কবিতারা আমার চারিপাশে ভীড় করে বেড়ায়।
অনেক রকম কবিতা আসে; সাদা, কালো,
বেনীআসহকলা রঙের ছাড়াও সুন্দর, অসুন্দর, বিদঘুটে সব!
আমি ওদেরকে মনের চোখে দেখি।
হয়ত বা ওরাও আমাকে দেখে; আমার কাছে ধরা দিতে চায়!
কালির আচঁড়ে ওদেরকে তুলে আনার ব্যাকুলতা।
প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে আমাকে তাড়া করে ফেরে।
কবিতারা কাছে আসলে, আমি অত্যধিক আনন্দ পাই।
আমি তাদেরকে পেয়ে, যারপরনাই বিমোহিত হই।
কবিতার ভালোবাসার লোভে, আমি ব্যস্ততার মাঝেই অবসর খুঁজি।
প্রাপ্ত অবসরে আমি আরও ব্যস্ত হয়ে পড়ি।
সবাই আমাকে অবসর দেখে; কিন্তু আমার ব্যস্ততা
কবিতাকে নিয়েই।
আমি কবিতার সাথে কথা বলি; কবিতাকে নিয়ে কথা বলি,
কবিতার মাঝেই বিচরণ করি।
কবিতারা আমার সাথে; কথা বলতে আসে।
আমি ব্যস্ত থাকলে;ওদের সাথে কথা বলতে পারি না।
সেজন্য আমার মন খারাপ হয় খুব।
হয়ত কবিতাদেরও মন খারাপ হয় কিংবা না, নিশ্চিতভাবে আমার জানা নেই।
কিন্তু তখন কিছুই করার থাকে না আমার।
অতঃপর,
আমি অবসর হলে কবিতাকে কথা বলতে ডাকি।
তখন ওরা মান অভিমান করে,
আমার কাছে আসতে চায় না!
কোনোটি হয়ত অভিমান ভুলে কাছে আস।
আবার কোনোটির অভিমান একটু বেশি, কখনওই আর কাছে আসে না।
ওদেরকে কাছে ভেড়াতে আমি ঠিক ততক্ষণ আলতো ভাবে আদর করে ডাকতে থাকি।
যতক্ষণ না, অন্য কবিতা আমাকে কালির আঁচড়ে তুলে আনার জন্য তাড়া করে।
সুতরাং
অবসরটা এখন ব্যস্ততার চেয়েও ব্যস্ততাপূর্ণ হয়ে গেছে আমার।
®
[গদ্য ছন্দ]
১৯/০৭/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।