মাঝে মাঝে ভাবনা গুলো হয় কেমন ফ্যাকাসে!
সমাপ্তিটা আমার চোখে স্পষ্টতঃ ভাসে।
কারও শেষটা হলো আজকে কারও হবে কাল।
নেই তো জানা চলবে ক'দিন আমার ইহকাল!
সত্যি বলতে আমরা সবে গতির সুতায় বাঁধা।
কেমন যেনো স্বপ্নময় এই জীবন গোলক-ধাঁধা!
থামতে চাইলেও যায় না থামা অবাধ্যতা মানা!
চলতে গিয়েও শঙ্কা লাগে পথটা যে নয় চেনা!
আসার পথটাও নেইতো মনে, এখন কী যে করি!
সামনে পিছে ভাবনা ফিরে ডুকরে কেঁদে মরি!
মরতে চেয়েও যায় না মরা বাঁচতে চেয়েও বাঁচা!
চারপাশে তো দেখি শুধু বিনে লোহার খাঁচা!
পাই না শত ভাবনা করেও সঠিক কোনো ফল।
অন্তর কাঁদে হায় হায় করে চোখে অথই জল!
মিছে জীবন মিছে মরন সবই মিছে ভাই!
ভব যাত্রায় আগে পরে বাস্তব সত্য নাই!
আছেরে ভাই শুধুমাত্র একটি সত্য তাই।
সবই মিছে! আসল সত্য ভবের খেলাটাই।
ওই সত্য কে সামনে রেখে আমরা চলি ধেয়ে।
জীবন জনম সব চলে যায় তার ইশারা পেয়ে।
আমরা শুধুই ভবের খেলার ক্ষুদ্র নিয়ামক।
ইচ্ছেতে বা অনিচ্ছেতে দিচ্ছি তাতেই যোগ।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
২৪/৪/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।