আজি বসন্তের আগমনি হাওয়া, লাগছে তনু মনে।
আজি ব্যাকুল হৃদয় বলবে কিছু, কী জানি কার সনে!
দেখি উতাল হাওয়া দিচ্ছে ধাওয়া, কী জানি না পাওয়া!
আজি খেয়ে ধাওয়া হচ্ছে হাওয়া, সকল চাওয়া-পাওয়া!
ও সে বসন্তের এ পাগলা হাওয়া, বলছে কী 'না জানি'!
আজি মন যা চাহে; না পায় তা হে, তবু স্বপন বুণি।
একি! ফুল ফুটেছে ডালে ডালে, মন হাসিছে তালে।
তোমার হৃদয় চক্ষু বন্ধ হলে, দেখবে তা কোন কালে!
বুঝি- ফুলের গন্ধে স্বরূপ ছন্দে, চলছি হেলে দুলে।
আজি দেখছি শত রূপের বাহার, নানা রঙের ফুলে।
আজি ফুল ফুটেছে বনেতে সব, নাচছে কেনো মন!
আজি মন ও হৃদয় বলছে নেচে 'বসন্ত এখন।'
®
[সমিল মুক্তক ]
১৯/০২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।