__/রফিকুল ইসলাম
'বর্ণচোরা' অনেক আছে, এই ধরিত্রী মাঝে।
দেখছি তাদের 'মনের চোখে', নিত্য সকাল সাজে।
কে যে আসল; কে যে নকল, যায় না বোঝা দেখে!
ধরার মাঝে চলছে নিজের, জীবন ছবি এঁকে।
কথার সাথে নাই কাজের মিল, কাজের সাথে কথা।
চোরের সাথে, কর্তা গিয়ে- করছে যে সমঝোতা!
যার কাজ, সে করে না আজ, করে অন্য জনে।
লাভটা যে কার কত আসে, ওরাই ভালো জানে!
কে যে আছে কোন পেশাতে, কোনটা যে কার নেশা!
নেশায় ডুবে পেশায় ফাঁকি, করছে যে অন্বেষা!
আসল বর্ণ; কোনটা যে কার, নেইকো মনে আজ!
কাজের লোকের, কাজ মনে নেই! মাথায় পড়ে বাজ।
আসল রূপকে লুকিয়ে রেখে, অন্য রূপে যারা।
তারাই হলো এই ধরাতে, আসল বর্ণচোরা।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৭/১২/২০১৬
দীঘিনালা, খাগড়াছড়ি।