পথ চলতে চলতে কিছু সংখ্যক মানুষ,
যখন বুঝতে পারলো- তারা পৌছে গেছে
এক ক্ষুধার্ত ব্যাঘ্রের আস্তানায়!
ঠিক তখনই জীবন বাঁচাতে,
তাদের মধ্যে শুরু হলো-
পালানোর এক তুমুল প্রতিযোগিতা!
যাদের গায়ে শক্তির পরিমাণটা,
একটু বেশি ছিলো-
দৌড়ে পালিয়ে তারা কয়েকজন,
বাঁচতে সক্ষম হলো।
আর অসহায় দুর্বল গুলো
সম্পূর্ণরূপে নিরুপায় হয়ে,
চিৎকার করে বলতে থাকলো-
'বাচাও, আমাদের কে সরিয়ে নাও,
বাচাও,আমাদের কে সরিয়ে নাও।'
বিবেচনা বিবেকের- প্লিজ,
ভেবে দেখি একটু- চলো।
খেয়ে ফেলবে ওদেরকে! ক্ষুধার্ত ওই ব্যাঘ্র?
নাকি বেঁচে থাকবে! অসহায় সে মানুষগুলো?
®
[অমিল মুক্তক]
১৮/০১/২০১৮
দীঘিনালা, খাগড়াছড়ি।