কাক পাখিটা হাটতো নাকি, বড়ই সুন্দর করে!
বকের হাঁটা দেখে একদিন, মাথা গেলো ঘুরে।
ভাবলো সে যে এখন থেকে, হাঁটবে বকের মতো।
কষ্ট তাতে করতে রাজি, প্রয়োজন হয় যত।
যেমনি 'ভাবা' তেমনি 'কাজ', ছোট্ট পা'টা তুলে-
লম্বা করে ফেলতে গিয়ে, আছাড় ভাগ্যে মেলে!

আবার উঠে চেষ্টা করে, সম্ভব হয় না তাতে।
আশা নাহি ছাড়ে তবু, হবে কাল প্রভাতে।
এমনি ভাবে চেষ্টা চলে, বিরতি বিহীন।
কোকিল পাখির হাঁটা আবার, ভাল্লাগে একদিন।
ভাবলো সে যে "বক'টা নয়", কোকিল হাটে ভালো।
(তাই) কোকিল পাখির অনুসরণ, আবার শুরু হলো।

এমনি ভাবে যাকে দেখে, তাকেই লাগে ভালো!
অন্যের মতো হতে গিয়ে, নিজেরটা হারালো।
দুঃখই শুধু বাড়লো তাতে, সুখ নাই কোন কালে।
সব হারিয়ে এখন সে যে, লাফিয়ে লাফিয়ে চলে।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৪/১০/২০০৩
রামগড়, খাগড়াছড়ি।