__/রফিকুল ইসলাম
বিজয় ফুলের সুঘ্রাণে শ্বাস নিতে চাই প্রাণভরে।
বিজয়ের এই ফুলটা ফুটুক সারা বাংলার মাঠ জুড়ে।
বিজয় আমার বিজয় তোমার বিজয়টা যে বাঙ্গালীর।
বিজয় সুখে বাঁচি মোরা বাংলা আমার সুখের নীড়।
একাত্তরের মুক্তিযুদ্ধে ভাংছি বাধার সকল তীর।
বীরের জাতি ডিসেম্বরে নতুন করে হইছি বীর।
অন্যায় আর অবিচারের বাধা বিঘ্ন সব ঠেলে।
আমার সুখের স্বপ্ন দেখছে পূর্বপুরুষ সেই কালে।
স্বপ্ন দেখি আমরা এখন দেশটা করবো উন্নত।
দেশের তরে দেবোরে ভাই শ্রমটা পারি যে যত।
হারবো না তো এ যাত্রাতেও হারার কোনো কারণ নাই।
রাজনীতিতে বিশ্বসেরা কূটনীতিতেও আমরা তাই।
জ্ঞান বিজ্ঞানে আমরা এখন কারও চেয়ে নই তো কম।
চিত্তে মোদের ন্যায়ের তরী অন্যায় দেখলে মৃত্যু যম!
কাছের শত্রু দূরের শত্রু সব শত্রুরই রাখি খোঁজ।
শত্রুমুক্ত বিজয় পেতে কাজ করে যাই আমরা রোজ।
বিজয়ের এই আনন্দটা নয় রে শুধু ডিসেম্বরে।
আমার কাছে আনন্দটা আজন্ম এই দেশ ভরে।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+৩]
০৬/১২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।