সুখ নাইরে এই ধরাতে,
সুখের রাজ্যে নাও ভেড়াতে- নিয়ম মতো চল।
প্রকৃত সুখ কোথায় আছে?
আমায় তোরা বল, ও ভাই- আমায় তোরা বল।

তিতা সবই এই ধরাতে,
তিতায় কাটে দিন বা রাতে- তিতায় ভরা বুক।
কখনও বা ভুলের মাঝে,
তিতাটাকেই মিঠা লাগে, এটাই বড় সুখ।
ও ভাই -এটাই বড় সুখ।

"জীবন হলো অলীক-মেকি"
সুখের স্বপন সবই ফাঁকি।
ভাল কাজের ফলস্বরূপ- সুখ
হবে পরকালে, ধর্ম এটাই বলে।
ও ভাই- ধর্ম এটাই বলে।

প্রকৃত সুখ পর জগতে,
তার তরে কাজ এই ধরাতে।
থেকো না ভাই, এই পৃথিবীর- রঙ্গীন মায়ায় মেতে।
সুখ নাই এই ধরাতে,
ও ভাই- সুখ নাই এই ধরাতে।
®
১৪/১০/২০০৩
শুলকবহর, বহদ্দার হাট, চট্টগ্রাম।