জীবনটা অগোছালো,
কথা হবে এলোমেলো।
শুনে কিছু মনে করো না।
ওগো, এ আমার প্রার্থনা। (২)

এলোমেলো কথার ফাঁকে,
নানা রকম ছন্দ থাকে।
খুঁজে পাই নতুন ভাবনা।
ওগো, এ আমার সান্ত্বনা। ঐ

নিয়মের মাঝেও শত,
অনিয়মের ফাঁক থাকে।
সেসবও দরকার জানা।
দেখে তুমি অবাক হয়ো না। ঐ

সময়ের তালে তালে,
জীবন গোছালো হলে,
তখন এমন হবে না।
সে কথা কেনো বোঝ না। ঐ
®
৩১/১২/২০০৯
ফেনী পিটিআই।